ক্রিকেটে ফিল্ডিং পজিশন তো কতই আছে, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণ সম্ভবত স্লিপই। সেই স্লিপ ক্যাচিংয়ে যুগের পর যুগ শ্রেষ্ঠত্ব দেখিয়ে এসেছে অস্ট্রেলিয়া। জন্ম দিয়েছে অসাধারণ সব স্লিপ ফিল্ডারের। আধুনিক যুগের মার্ক ওয়াহ, মার্ক টেলর, শেন ওয়ার্নের আগে ইয়ান চ্যাপেল, এরও আগে ববি সিম্পসন..আরও কম নাম। স্লিপ ফিল্ডিংয়ের অস্ট্রেলিয়ান মেথড নিয়ে এই লেখা। যাতে জানা যাবে ইয়ান চ্যাপেলের চোখে অস্ট্রেলিয়ার ইতিহাসে সেরা স্লিপ ফিল্ডারের নামও।