আবেগ, ভালোবাসা আর স্বপ্নের আর্জেন্টিনা
উৎপল শুভ্র নির্বাচিত পাঠকের লেখা
নুরুল আফছার নাজিম
৮ জুলাই ২০২১
আকাশি নীল জার্সি পরা দলটার প্রতি এক পাঠক জানালেন নিজের আবেগের কথা।
কিছু স্বপ্নের কোনো অর্থ থাকে না। কিছু আবেগের কোনো ভাষা নেই। কিছু ভালোবাসার নেই সীমা। ঠিক তেমনই এক ভালোবাসার নাম আর্জেন্টিনা। এই আকাশি নীলেই মিশে আছে সহস্র স্বপ্নের পথচলা। এই আকাশি নীলের বুকেই কত শত রাতজাগা আর অশ্রু মিলেমিশে একাকার।
অনেকের কাছে আকাশি নীল বেদনার রং, আবার কারও কাছে হতাশার। আমার কাছে শুধু আবেগ-ভালোবাসার নাম। যে আবেগ কখনো হাসায়, কখনো বা অশ্রু ঝরায়।
আমার কাছে আর্জেন্টিনা মানে শৈল্পিক ফুটবলের প্রতিচ্ছবি। আমার কাছে আর্জেন্টিনা মানে ম্যারাডোনা, মেসি, তেভেজ, মারিয়া, আইমার। আমার কাছে আর্জেন্টিনা মানে চোখ আর আত্মার তৃপ্তি।
ফুটবল বুঝতে শেখার পর থেকে নিজের অবাধ্য মন এক পলকেই আপন করে নেয় আকাশি নীলকে। অজস্রবার খালি হাতে ফিরেও, অজস্র চোখের অশ্রুও ভালোবাসা একটুও কমাতে পারেনি। বরং হিমালয়সম হৃদয় নিয়ে বারবার স্বপ্নের পথে পথিক হয়ে ছিলাম।
আকাশি নীলের ভালোবাসা মিশে থাকবে সারি সারি বাড়ির সুউচ্চ পতাকায়। আকাশি নীলের ভালোবাসা মিশে থাকবে বিকালের ফুটবল আর সন্ধ্যার চায়ের আড্ডায়। আকাশি নীলের ভালোবাসা মিশে থাকবে অজস্র নির্ঘুম রাত আর স্বপ্নময় চোখে।
ভালোবাসা প্রিয় আর্জেন্টিনা। শত শত অম্লমধুর স্মৃতি উপহার দেওয়ার জন্য।