বিষয়: মুশফিকুর রহিমের কিপিং
তানজিম রহমান
১০ এপ্রিল ২০২১
মুশফিকুর রহিম ক্যারিয়ারের শুরুর কিছুদিন (খালেদ মাসুদ পাইলট যতদিন ছিলেন আর কি) ছাড়া ক্যারিয়ারের বাকি প্রায় পুরোটা সময় বাংলাদেশ দলের হয়ে উইকেট কিপিং করেছেন। এখনো তিনি সাদা বলের ক্রিকেটে কিপিং করে থাকেন। তবে আমাদের ক্রিকেটের ইতিহাসেই কিপিং নিয়ে আর কাউকে এতটা সমালোচনার মুখে পড়তে হয়নি,
মুশফিকুর রহিম ক্যারিয়ারের শুরুর কিছুদিন (খালেদ মাসুদ পাইলট যতদিন ছিলেন আর কি) ছাড়া ক্যারিয়ারের বাকি প্রায় পুরোটা সময় বাংলাদেশ দলের হয়ে উইকেট কিপিং করেছেন। এখনো তিনি সাদা বলের ক্রিকেটে কিপিং করে থাকেন। তবে আমাদের ক্রিকেটের ইতিহাসেই কিপিং নিয়ে আর কাউকে এতটা সমালোচনার মুখে পড়তে হয়নি, মুশফিককে যেমন পড়তে হয়েছে। এর কারণটা কী হতে পারে?
দেখুন, মুশফিকের কিপিং-স্কিল নিয়ে যদি বলা হয়, এমন না যেম মুশফিক একদম জঘন্য কিপিং করেন। তবে প্রায় সব ক্রিকেট ফ্যানই মনে হয় একমত হবেন, এখনকার ক্রিকেটের মানের সাথে মানানসই কিপিং-দক্ষতা তাঁর নেই।