লেখক বৃত্তান্ত:
সাইফুল বারী টিটু
(জন্ম: ৩ আগস্ট ১৯৭২) একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব শেখ রাসেলে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। টিটু তার খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ১৯৯৩ সালে, টিটু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৫ সালে, টিটু বাংলাদেশী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। ঢাকা মোহামেডানের হয়ে ৪ মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে যোগদান করেন; অন্তর্বর্তীকালীন হয়ে তিনি ৩টি ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০১১–১২ মৌসুমে, তিনি শেখ জামালের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর তিনি পুনরায় ঢাকা মোহামেডান ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ২০১২ সালে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আরামবাগ, চট্টগ্রাম আবাহনী এবং ঢাকা আবাহনীর ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ১৭ই মে তারিখে শফিকুল ইসলাম মানিক বরখাস্ত হওয়ার পর, তিনি শেখ রাসেলের ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।
ম্যানেজার হিসেবে, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন।