আমার নাদির ভাই...
নাদির শাহ এমনই বর্ণময় এক চরিত্র ছিলেন যে, সবারই তাঁকে নিয়ে কোনো না কোনো গল্প আছে। নাদির শাহর মতোই আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটু বেশিই আছে। খেলোয়াড়ি জীবনে পরিচয় হয়েছিল, এরপর এক সঙ্গে আম্পায়ারিং করেছেন অনেক ম্যাচে। আম্পায়ারিং জীবনেও নাদির শাহর খেয়ালি চরিত্রের পরিচয় পাওয়া যাবে মন ছুঁয়ে যাওয়া এই স্মৃতিচারণায়।