বৃহস্পতিবার,
২১ নভেম্বর ২০২৪
লেখক বৃত্তান্ত:
মেজর চাকলাদার (অব.)
সাবেক জাতীয় হকি দলের অধিনায়ক এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব।
দেখতে দেখতে ১৬ দিনের মহাযজ্ঞে শেষ হল টোকিও অলিম্পিক। বরাবরের মত `অংশগ্রহনই বড় কথা` মূলমন্ত্রে আরেকটি অলিম্পিক শেষ করলো বাংলাদেশ। তাছাড়া কেমন ছিল বাকিদের অলিম্পিক? পদক-তালিকারই বা কি অবস্থা? এক নজরে ঘুরে তাকানো যাক টোকিও অলিম্পিকে।
সেই ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে শুরু, এরপর ৩৭ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কেবল অংশ নেওয়ার জন্যই অংশ নিয়ে যাচ্ছে অলিম্পিকে। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মনে করছেন, যথেষ্ট হয়েছে, এভাবে আর চলতে পারে না। এই লেখায় অলিম্পিকে ব্যর্থতার কারণগুলো তো বলেছেনই, বাতলে দিয়েছেন তা সমাধানের উপায়ও।
`স্বাধীনতার পঞ্চাশ বছরে খেলার ৫০` ধারাবাহিকে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ১৯৮৫ এশিয়া কাপ হকির গল্প। ওই টুর্নামেন্ট দিয়েই দেশে এসেছিল হকির জোয়ার। যা পড়ে মেজর চাকলাদার (অব.) লোভ সামলাতে পারলেন না ওই টুর্নামেন্ট নিয়ে স্মৃতিচারণার। তাঁর পরিচয়টাও জানিয়ে দিই, সেবারের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই।
স্টাম্পে সাকিবের ‘লাথি’ অনেকের কাছেই দেশের ঘরোয়া ক্রিকেটে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ! কিন্তু অনিয়ম কি শুধু ক্রিকেটেই? সাকিবের ঘটনায় স্মৃতির ঝাঁপি খুলে হকিতেও পাতানো ম্যাচের এক ঘটনাকে সামনে নিয়ে এলেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক।
সম্প্রতি সরকারের কাছ থেকে এক কোটি টাকা অনুদান পেয়েছে হকি। কিন্তু হকির যে সমস্যা, তাতে এই অর্থকে পদ্ম পাতায় শিশির বিন্দুর মতোই মনে হচ্ছে লেখকের। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক বরং আরও অর্থের প্রয়োজন দেখেন, তার চেয়ে বেশি দেখেন সুদূরপ্রসারী পরিকল্পনার। ফেডারেশন সভাপতিকে কিছু করণীয়ের কথাও বলে দিয়েছেন তিনি।
২১ নভেম্বর