বিসিবি নির্বাচন
কেন আমি থাকতে চাই
শুভ্র.আলাপ
২ অক্টোবর ২০২১
গত আট বছর ধরে তিনি বিসিবির পরিচালক। আসন্ন বিসিবি নির্বাচনে এবার তাঁর প্রতিদ্বন্দ্বী নাজমূল আবেদীন ফাহিম। নির্বাচন নিয়ে খালেদ মাহমুদ সুজনের ভাবনা, কেন তিনি আবারও থাকতে চান, প্রতিদ্বন্দ্বী নিয়ে তার চিন্তা ভাবনা, আবারও দায়িত্বে পেলে কী কী করতে চান, এসব নিয়েই বিশেষ শুভ্র.আলাপ।