পুরোনো সেই দিনের কথা
৩০ আগস্ট ২০০৩, পেশোয়ার টেস্ট।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম লিড নেওয়ায় বড় ভূমিকা ছিল জাভেদ ওমরের সেঞ্চুরি এবং হাবিবুল বাশারের ৯৭ রানের। যদিও প্রথম ইনিংসে ৬৬ রানের লিড নেওয়ার পরও ৯ উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংস যে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৬ রানে।
সেই সব স্মৃতি নিয়ে হাবিবুল বাশার ও জাভেদ ওমর এসেছেন শুভ্র.আলাপ`-এ।