তেভেজ-স্যাভিওলা নন, মার্সেলো বিয়েলসা
বিয়েলসা ডাগআউটে থাকা মানে ধন্দে পড়ে যাওয়া। মাঠের খেলা দেখবেন নাকি বিয়েলসাকে! কখনো উবু হয়ে বসেন, বোতল থেকে জল খান, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, থুতু ফেলেন আর ক্রুদ্ধ ভঙ্গিতে পায়চারি করতে থাকেন, দু-একবার সীমানার একটু বাইরেও চলে যান। সব সময়ই যে এই ক্রম অনুযায়ীই কাজগুলো করেন তা নয়। আরেকটা জিনিস বাদ পড়ে গেল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার সময়টায় খেলোয়াড়দের উদ্দেশে চিৎকার করেন। একবার আয়ালার মুখ দেখে মনে হলো, ট্যাকটিকস নিয়ে নির্দেশের পরিবর্তে গালাগালিই বোধ হয় বেশি হয়।