সাক্ষাৎকার

`আমরাও খেলতে জানি, একটু সময় লাগবে, এই যা!

`আমরাও খেলতে জানি, একটু সময় লাগবে, এই যা!

ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজের পর বাংলাদেশ খেলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজ। যেটিতে হারিয়েছে সে সময়ের বিশ্বসেরা দল পরাক্রান্ত অস্ট্রেলিয়াকে। টেস্ট সিরিজে মাত্র ৪ উইকেট পেয়েছেন মাশরাফি, ন্যাটওয়েস্ট সিরিজে ৫ ম্যাচে মাত্র ১টি। যেটি তত দিনে তিন-তিনবার অপারেশন টেবিলে উঠে যাওয়া তরুণ ফাস্ট বোলারের দুর্দান্ত বোলিং একটুও বোঝাতে পারছে না। কেন্টের ক্যান্টারবুরিতে সফরের শেষ ম্যাচের পর নেওয়া এই সাক্ষাৎকারের শিরোনামটাই বলে দিচ্ছে, ভবিষ্যতের বাংলাদেশ দলকে দিব্যচক্ষে দেখতে পাচ্ছিলেন মাশরাফি।

`এটা ছিল একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে`

`এটা ছিল একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে`

তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। অভিষেক টেস্টে ১৪৫ রানের মহাকাব্যে ঢুকে গিয়েছেন ক্রিকেট ইতিহাসের অনন্য এক পাতায়, দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির যে কীর্তিটা অমলিন থাকবে চিরদিনই। ওই এক ইনিংসই তাঁকে পাইয়ে দিয়েছিল ২০০০ সালের প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি। সাক্ষাৎকারটাও সে উপলক্ষেই নেওয়া। তবে শুধু অভিষেক টেস্টের গণ্ডিতেই আটকে না থেকে প্রশ্নোত্তর পর্ব ছড়িয়ে পড়েছিল আমিনুল ইসলাম বুলবুলের পুরো জীবনেই। পাঠকের যাতে পড়তে সুবিধা হয়, সেজন্য বুলবুলের সেই দীর্ঘ সাক্ষাৎকারকে ভাগ করা হয়েছে তিন পর্বে। যার প্রথম পর্বে থাকছে অভিষেক টেস্টের সেই ইনিংসের পাশাপাশি তাঁর উঠে আসার গল্পটাও।

‘অনেক গ্রেট প্লেয়ারও এক সিরিজে পাঁচ-ছয়টা শূন্য মেরেছে’

‘অনেক গ্রেট প্লেয়ারও এক সিরিজে পাঁচ-ছয়টা শূন্য মেরেছে’

ইনজামামের বেশ কয়েকটা ইন্টারভিউ করেছি, এর মধ্যে এটা ব্যতিক্রমী। ইনজামামের তখন ঘাের দুঃসময়। বিশ্বকাপে শােচনীয় ব্যর্থতার পর মাত্রই দলে ফিরেছেন। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিসের পর যখন কথা বলছি, পরদিন বাংলাদেশের বিপক্ষে কামব্যাক টেস্ট এবং ইনজামামকে তুমুল নার্ভাস দেখাচ্ছে। পরদিন, মানে টেস্টের প্রথম দিন পত্রিকার জন্য যখন ইন্টারভিউটা লিখছি, তখনই ইনজামাম শূন্য রানে আউট! কানে বাজছিল ইনজামামের কথাটা, ফর্মে থাকলে অস্ট্রেলিয়াও কোনাে ব্যাপার না, আর ফর্মে না থাকলে বাংলাদেশও খুব কঠিন। সিরিজ শেষ হওয়ার আগেই অবশ্য নাটকীয় পটপরিবর্তনে ইনজামাম পাকিস্তানের অধিনায়ক!


Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /mnt/volume_sgp1_05/utpalshuvro/public_html/tags.php on line 206