`সাঈদ আনোয়ারের মতো কেউ আর পাকিস্তান দলে আসবে না`
তখন ভেবেছিলাম, সাঈদ আনোয়ারকে নিয়ে রশিদ লতিফের সঙ্গে কথপোকথন প্রশ্নোত্তর ফর্মেই আরেকটা ইন্টারভিউ হচ্ছে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কারণ, মনে হয়েছিল, রশিদ লতিফের কথাগুলো একটু সাজিয়ে লিখে দিলেই বরং ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের মতো মানুষ সাঈদ আনোয়ারকেও খুব ভালো বোঝা যায়।