ক্রিকেট হলো বড় দিলওয়ালেদের খেলা`
তারকা হতে একদমই সময় নেননি। `৯৬-এর অক্টোবরে নাইরোবিতে মাত্র দ্বিতীয় ম্যাচে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম ইনিংসেই ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করে শহীদ আফ্রিদি রাতারাতিই পরিণত হয়েছিলেন বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশনে। ১৯৯৯ সালে ঢাকায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় যখন এই ইন্টারভিউ করি, ওয়ানডের লেবেল ঝেড়ে ফেলে তখন টেস্টেও তিনি নিয়মিত। ইন্টারভিউ করতে গিয়ে ছটফটে স্বভাবের বাইরে তরুণ আফ্রিদির আর যা নজর কেড়েছিল, তা হলো, স্পষ্টবাদিতা আর মনের কথা অকপট বলে ফেলার অভ্যাস। নইলে ক্যারিয়ারের শুরুর দিকেই কেউ স্বপ্নের কথা জিজ্ঞেস করায় কেউ বলে দেয়, পাকিস্তানের অধিনায়ক হতে চাই!