রোমান সানাদের তিরের পেছনে অদৃশ্য আরেক ‘তীর’
আর্চারিতে বাংলাদেশের সাফল্যের পেছনে একটা গল্প আছে। একটা পার্টনারশিপের গল্প। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সঙ্গে সিটি গ্রুপের যে পার্টনারশিপ `মডেল` হতে পারে অন্য ফেডারেশন ও কর্পোরেট হাউসগুলোর জন্য। সিটি গ্রুপের মতো অন্য কর্পোরেট হাউসগুলোও এভাবে এগিয়ে এলে রুগ্ন, দীন-হীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চেহারা বদলে যেতে সময় লাগবে না।