বিশ্বের প্রথম সুড়ঙ্গ মন্দিরে বুদ্ধ শরণে
নয়তলা মন্দির, যার তিনতলাই মাটির নিচে। এক তলা থেকে আরেক তলায় যাওয়ার সিঁড়ি আছে। তবে ঘুরতে হয় সুড়ঙ্গের মধ্য দিয়ে। এটি নাকি বিশ্বের প্রথম সুড়ঙ্গ মন্দির। মাটির নিচের ওই অংশটা নির্মিত হয়েছে দেড় শ বছর আগে, ওপরের অংশটার বয়সও ৬০ বছর হয়ে গেছে। মন্দির প্রাঙ্গণে একটা বুদ্ধের মূর্তি, উচ্চতা ৩৯ মিটার। চলুন ঘুরে আসি মাতারার ওয়েহারানা বৌদ্ধমন্দির থেকে।