বুধবার,
২৭ নভেম্বর ২০২৪
মহেন্দ্র সিং ধোনি
ধোনি শেষ, ধোনি শেষ...রব উঠে যাওয়ায় এক পাঠক এ নিয়েই লিখেছিলেন মাত্র দুদিন আগে। পরের ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে কোয়ালিফায়ার জিতিয়ে ধোনি যখন বুঝিয়ে দিয়েছেন, তাঁর গল্পটা এখনো শেষ হয়নি; ওই পাঠককে তাই আবারও লিখতে হলো ধোনিকে নিয়ে।
চিরকাল তাঁকে জয়ীর বেশেই চিনে এসেছে বিশ্ব, রাঁচি থেকে উঠে এসে বিশ্বজয়ের গল্প লিখে অনুপ্রেরণা হয়েছেন অজস্রের। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নবেলায় দেখা মিলছে এ কোন ধোনির? যে ধোনির কিছুতেই কিছু হচ্ছে না, পারছেন না; যে ধোনি ব্যাট হাতে নিজের ছায়া। এভাবেই কি লেখা হবে ধোনি-অধ্যায়ের শেষটা?
সামনে ধোনি, পেছনে আমি। কয়েক ধাপ এগোনোর পর ধোনি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, `আর ইউ ফলোয়িং মি?` ধোনির মুখে মৃদু হাসির রেখা দেখে আমিও একটু হাসলাম, `ইউ আর ওয়ার্থ ফলোয়িং। তবে আমি তোমাকে ফলো করছি না। আমি এই হোটেলেই উঠেছি।`
২৭ নভেম্বর