আজও কি নয়ের নামতা, মোস্তাফিজ?
প্রশ্ন উঠছিল সব দিকে, `মোস্তাফিজ কোথায় হারালেন?` সে প্রশ্নের উত্তরটা দিলেন রেকর্ড বইয়ে ঝড় তুলে। সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড তো গড়লেনই, সঙ্গে জন্ম দিলেন এমন সব মুহূর্তের, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যার স্মৃতি বয়ে বেড়াবেন অনেক দিন। টানা দুই ম্যাচে ৪ ওভারে ৯ রান, আজও কি তাহলে নয়ের নামতা?