বৃহস্পতিবার,
২১ নভেম্বর ২০২৪
পেলে
গোলসংখ্যা নিয়ে পরে বিতর্ক হয়েছে। যত না গোলসংখ্যা নিয়ে, তার চেয়ে যে ম্যাচগুলোতে গোল, সেই ম্যাচগুলোর মর্যাদা নিয়ে। তবে তারপরও পেশাদার ফুটবলে এক হাজার গোল করার প্রথম কীর্তিটা ইতিহাসে লেখা আছে পেলের নামেই। পেলের মুখেই শুনুন সেই গোলের পটভূমি এবং শেষ পর্যন্ত তা করার গল্প।
গোলসংখ্যা কিছুটা বলে, বিশ্বকাপ জয়ের সংখ্যাও। তারপরও কি তাতেই পুরো বোঝা যায় পেলে-মহিমা? একজন ফুটবলার খেলোয়াড়ি জীবনেই কিভাবে `সর্বকালের সেরা খেলোয়াড়`-এর স্বীকৃতি পেয়ে যান, এই প্রশ্নের উত্তর তো খোঁজার মতোই। কোথায় আলাদা ছিলেন পেলে? কী তাঁর মাহাত্ম্য?
লিওনেল মেসিরা অতীতবিলাসী নন, বর্তমানেই বাঁচতে আগ্রহী। তাই, যে দিন উৎসবে মেতে উঠবেন, সে দিনটাকে আরও রঙিন করে তুললেন পেলেকে গোলসংখ্যায় পেরিয়ে! সেটিও এক-দুই গোলে নয়, হ্যাটট্রিক করে।
২১ নভেম্বর