মাঠের ঘাস সবুজ, এটা জানেন; কিন্তু `সবুজ` মানে কী জানেন না!
জন্মই হয়েছিল চোখের রেটিনায় কী একটা সমস্যা নিয়ে। জন্মান্ধ সেই ডিন ডু প্লেসি পড়াশোনা করেছেন, নিয়েছেন উচ্চ শিক্ষাই; এটাতে খুব একটা বিস্মিত হওয়ার কিছু নেই। কিন্তু যখন জানবেন, চোখে না দেখেও তিনি রেডিও-টেলিভিশনে ক্রিকেট খেলার কমেন্ট্রি দেন, তখন তো বিস্মিত না হয়ে আর পারা যায় না। সেটিও যেন-তেন ম্যাচের নয়, আন্তর্জাতিক ক্রিকেটের। কীভাবে তা সম্ভব? ২০০৪ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে রীতিমতো চমকে গিয়েছিলাম ডু প্লেসির সঙ্গে কথা বলে। সেই বিস্ময় এখনো কাটেনি।