মেসির পূর্ণতা নাকি নেইমারের সফলতা?
আমরা দেখিই তো সূর্যের দুটি রূপ, আমরা জানিই তো আলো-আঁধারের কল্যাণে কী নিদারুণ বিভক্তি। যেখানে আবহমান নদীর মতো বয়ে চলে দিন আর রাত। আঁধার-আলো-আঁধার, ঠিক যেমন একটি সাফল্য-ব্যর্থতার সমীকরণের আয়নাও তো বটে। যে আয়নার সামনে প্রায়শই দাঁড়িয়ে থাকেন ক্রীড়াবিদ, ফুটবলাররা। লিওনেল মেসির সমীকরণটাও কি তাই? চলুন না এক পলক ঘুরে আসা যাক।