কী যুগে খেলেছেন, কিসের মধ্যে খেলেছেন!
ভিন্ন যুগের খেলোয়াড়দের তুলনা প্রসঙ্গে `ত্রিশের দশকে ব্র্যাডম্যানের সময়ে জন্মালেও টেন্ডুলকার খুব ভালো ব্যাটসম্যান হতেন` বলার পর ইয়ান চ্যাপেলকে পাল্টা প্রশ্ন করেছিলাম, `ব্র্যাডম্যানের চেয়েও ভালো?’ যা শুনে ইয়ান চ্যাপেল মহা বিরক্ত হয়েছিলেন। ব্র্যাডম্যানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ব্যাটসম্যান ব্র্যাডম্যানের সামনে মাথা না নুইয়ে কি কারও উপায় ছিল! নিজেকে ব্র্র্যাডম্যান সেই উচ্চতাতেও নিয়ে গিয়েছিলেন রোদ-বৃষ্টি-ঝড়ে অরক্ষিত উইকেটে খেলে, কখনো বা স্পোর্টস শপে সেলসম্যানের কাজ করে!