যাওয়ার আগে ডেভ হোয়াটমোর
যখন এসেছিলেন, বাংলাদেশের ক্রিকেটে তখন ঘোর দুঃসময়। চার বছর পর যখন চলে গেলেন, একেবারে আলোয় উদ্ভাসিত না হলেও উন্নতির গ্রাফটা স্পষ্টই ঊর্ধ্বমুখী। ডেভ হোয়াটমোরের চার বছর বাংলাদেশের ক্রিকেট ইতিহাস একটু অন্য রকমভাবেই মনে রাখবে। হোয়াটমোরের আরও অনেক ‘প্রথম’-এর মতো এটাও আরেকটি প্রথম যে, এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেট কোচ ভালোভাবে বিদায় নিতে পারলেন। বিদায় নেওয়ার আগের দিন উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে তাঁর চার বছরের অভিজ্ঞতা, এ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভবিষ্যৎ করণীয় ছাড়াও এমন অনেক কথা বলেছেন, যা তিনি আগে কখনো বলেননি।