ইব্রার জন্মদিনে ইব্রা-সুবচন
মাঠের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিয়েই মুখ চলে তাঁর। কথাবার্তায় অহঙ্কার, আত্মগর্ব ফুটে বেরোলেও এমন সুন্দর করে তা বলেন যে, শুনতে খারাপ লাগে না। বরং নির্বাচিত উক্তির সংকলন করতে গেলে সংকটে পড়ে যেতে হয়, কোনটা রেখে কোনটা বাদ দেবেন। জ্লাতান ইব্রাহিমোভিচের জন্মদিনে বিভিন্ন সময় তাঁর স্মরণীয় এমন কিছু উক্তি।