পোর্তোকে ইউরোপ-সেরা বানিয়ে বৃহত্তর জগতে পা
শুরুটা হয়েছিল ২০০০ সালে। ২০২১ সালে এসে ম্যানেজার হিসেবে এক হাজারতম ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন জোসে মরিনহো। তাঁর আগে যা করতে পেরেছেন মাত্র তিনজন। উত্থান-পতনে ভরা মরিনহোর এই হাজার ম্যাচের পেছনের গল্পটা দারুণভাবে তুলে এনেছে `দ্য অ্যাথলেটিক`। উৎপলশুভ্রডটকম-এর পাঠকদের জন্য সেটির অনূদিত রূপ। দ্বিতীয় পর্ব এখানে।