ক্রিকেট কি শুধু ব্যাটসম্যানরাই খেলে?
যুগটা ব্যাটিং বান্ধব উইকেট, বাউন্ডারির ছোট সীমানা, কুইক আউটফিল্ড, ফিল্ড রেস্ট্রিকশন, ভারি ব্যাট আর ফ্রি হিটের। দর্শকরাও দেখতে চায় চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু ব্যাটিংয়ের দিকেই সমস্ত দৃষ্টি আটকে আমরা ক্রিকেটের সত্যিকারের স্বাদটা হারিয়ে ফেলছি না তো! ব্যাট-বলের সমানে সমান লড়াইটাই যদি না থাকে, তবে ক্রিকেটের সৌন্দর্যটা কীভাবে বজায় থাকবে, এই লেখায় সেই প্রশ্নই তুললেন এক পাঠক।