‘এই প্রত্যাশা জিনিসটা সব সময়ই আমাকে ভয় পাইয়ে দেয়’
মাত্রই ইডেন গার্ডেনে পর পর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে বােল্ড করে এসেছেন। মহাতারকা হওয়ার পথে সেই যাত্রা শুরু। শােয়েব আখতারের কথাবার্তা বা আচরণে তখনাে তারকাসুলভ অহমিকা ফুটে উঠতে শুরু করেনি। বরং তখন বিনয়-টিনয়ও দেখাতে জানতেন! জানতেন সৌজন্যও, যে কারণে ঢাকায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুদিন আগে সতীর্থের রুমে আড্ডায় বিরতি দিয়েও সময় দিলেন সাক্ষাৎকারের। রুমে তিন-চারজন সতীর্থের উপস্থিতিতে আড্ডার মেজাজে কথা হয়েছিল বলেই হয়তাে তা ছিল একেবারেই অকৃত্রিম। বুকের গভীর থেকে উঠে আসা।