তাসকিন-মোস্তাফিজ-শরীফুল: বাংলার ক্রিকেটের নতুন পেসত্রয়ী?
একটা সময় বাঁহাতি অর্থোডক্স স্পিনারের খনি হিসেবে বিবেচিত বাংলাদেশে এখন বিশ্বমানের বাঁহাতি স্পিনার খুঁজে পাওয়াই দুষ্কর। তুলনায় পেস বোলারদের পাইপলাইনটাই যেন শক্তিশালী, উঠে আসছেন শরীফুল, হাসান মাহমুদ, শহিদুলের মতো পেসাররা। কিছুটা বিচ্যুত হয়ে যাওয়া তাসকিনও ফিরেছেন কক্ষপথে। এক পাঠক মনে করছেন, তাসকিন-মোস্তাফি-শরীফুল, এই পেসত্রয়ীতেই লুকিয়ে আছে বাংলাদেশের সাফল্য-সূত্র।