‘লোকজনের কথায় কান দিলে অহেতুক চাপ বাড়ে’
গায়ে তাঁর পাঠান রক্ত এবং সেই উত্তরাধিকার নিয়ে তিনি রীতিমতো গর্বিত। ইউনিস খানের সঙ্গে কথা বললেই আপনি জেনে যাবেন পাঠানরা কেমন হয়! স্বাধীনচেতা, বন্ধুভাবাপন্ন, আক্রমণাত্মক...তবে ইউনিসের সবচেয়ে বেশি যা নজর কাড়ে, তা হলো তাঁর টগবগে ইতিবাচকতা। এই ইন্টারভিউটা করেছিলাম ভারত-পাকিস্তান সিরিজের মাঝখানে। নির্ধারিত সময়ের মিনিট দশেক পর সেরেনা হোটেলের লবিতে নেমে ইউনিস হেসে বলেছিলেন, `কী ভেবেছিলেন, আসব না? আরে, পাঠানরা কথা দিলে কথা রাখে।`