অ্যামব্রোসকে ইন্টারভিউ করতে দশ বছরের অপেক্ষা
১৯৯৯ বিশ্বকাপে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কার্টলি অ্যামব্রোস ইন্টারভিউ দেবেন না তো দেবেনই না। কেন দেবেন না? কারণটা খুব সরল, `কারণ আমি ইন্টারভিউ দিই না।` শেষ পর্যন্ত সেই ইন্টারভিউ অবশ্য হলো, তবে দশ বছর পর। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে। পুরো গল্পটা শুনলে তা ইন্টারভিউয়ের চেয়েও কম চিত্তাকর্ষক বলে মনে হবে না।