রাজার মতোই বিদায় রানাতুঙ্গার
তাঁর বিদায়ে মানপত্র পাঠ করেছেন টনি গ্রেগ, মানপত্র পড়া হয়েছে তাঁর ক্লাব এসএসসির পক্ষ থেকেও। দেওয়া হয়েছে সম্মাননাও। সব শেষে যখন অর্জুনা রানাতুঙ্গার বলার পালা এল, শুরু করার কিছুক্ষণ পরই তাঁকে থেমে যেতে হলো আবেগের বাঁধভাঙা স্রোতে। স্যাটেলাইট চ্যানেলের পর্দায় দেখা দৃশ্যটুকু সম্বল করেও পরিস্কার বোঝা যাচ্ছিল, পুরো শ্রীলঙ্কার চোখেই তখন জল!