ইউরোপে ইউনাইটেডের শেষ ম্যাচের মতোই প্রত্যাবর্তনেও হার রোনালদোর
২০০৯-এর ২৭ মে`র পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আবার মাঠে নামলেন ইউরোপে ১৪ সেপ্টেম্বর, ২০২১। এবং, রাজকীয় প্রত্যাবর্তন সম্পূর্ণ করতে চেষ্টা করেছিলেন, প্রিমিয়ার লিগে জোড়া গোলের পর ইউরোপেও প্রথম ম্যাচেই গোল পেয়ে। তাঁরই পরিবর্তে ৭১ মিনিটে মাঠে-আসা জেসে লিনগার্ডের শেষ মিনিটের ভুলে যা হয়ে গেল মূল্যহীন।