বৃহস্পতিবার,
২১ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়
ব্যাটিংয়ের জন্যে দুরূহতম এক উইকেটে দুই ইনিংসেই ফিফটি। তবুও ম্যাচসেরা হতে পারেননি তামিম ইকবাল। কারণ, বাংলাদেশ দলে যে একজন সুপারম্যান আছে। ব্যাটিংয়ের পাশাপাশি যিনি বল হাতেও নিয়মিতই জ্বলে ওঠেন। সাকিব আল হাসান নামের সেই সুপারম্যান শেষ দিনে বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।
তিন দিন শেষে মিরপুর টেস্টে বড় হয়ে উঠেছিল একটা প্রশ্নই। ১৫৬ রান করা বেশি কঠিন, না ৮ উইকেট নেওয়া? প্রথমটা ছিল জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন। দ্বিতীয়টা বাংলাদেশের। এর তৃতীয় দিনের খেলা প্রথম দুদিনের মতোই রোমাঞ্চ ছড়িয়ে টেস্ট ক্রিকেটের রংয়ে রাঙিয়ে দিয়েছিল মন।
দ্বিতীয় দিন শেষে হাতে ৯ উইকেট নিয়ে ৮৮ রানের লিড। ম্যাচের লাগাম বাংলাদশের হাতেই, যাতে ১৬তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পাওয়া সাকিবের অবদানই সবচেয়ে বেশি। ভুলে যাওয়া যাবে না মেহেদী মিরাজকেও, স্টিভ স্মিথ নামের কাঁটা সরিয়েছেন তো তিনিই।
সাকিব আর তামিমের ৫০তম টেস্ট নিয়ে যত হইচই হয়েছে, আর কোনো ক্রিকেটারের ৫০তম টেস্ট নিয়ে তা হয়েছে বলে মনে হয় না। এটা আর এমন কি হাতিঘোড়া! তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিন এই হাইপের সার্থকতা প্রমাণ করেছিলেন দুজনই। ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের উদ্ধার তো এই দুজনের জুটিতেই।
২১ নভেম্বর