রোনালদোকে সামলাতে সোলশারকে কী দীক্ষা দিয়েছেন ফার্গুসন?
সোলশারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হতে যাচ্ছে, এই ছত্রিশের রোনালদো যে সব ম্যাচ খেলতে পারবেন না, সেটা বোঝানো। সোলশারের সামনে প্রশ্ন আছে আরও, যাঁর খেলা উৎকর্ষের সর্বোচ্চ পর্যায়ে, তাঁর খেলায় কিভাবে আরও উন্নতি আনা যাবে? পাঁচবারের ব্যালন ডি`অর জয়ীকে তিনি কিভাবে গিয়ে বলবেন, "এই জিনিসটা তো আরেকটু ভালো করতে পারতে`? তবে সোলশারকে নিশ্চয়ই কিছু টোটকা শিখিয়ে দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন।