আইসিসি ট্রফি জয়ের পর
১৯ মার্চ ২০২১
আইসিসি ট্রফি বাংলাদেশের জন্য যেমন এক ভালোবাসার নাম, আইসিসি ট্রফিও হয়তো বাংলাদেশকে খুব ভালো বাসে! কেন? একটু ভাবলেই কারণটা খুঁজে পেয়ে পাবেন। বাংলাদেশ ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশে আইসিসি ট্রফি এমন রোমান্টিকতার নাম নয়। কারণ তো আছেই। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের ওপরই আসলে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। সেই জয়ের হাত ধরেই ওয়ানডে স্ট্যাটাস, তিন বছরের মাথায় প্রবেশাধিকার স্বপ্নের টেস্ট দুনিয়াতেও। মালয়েশিয়ার কুয়ালালামপুর তাই বাংলাদেশের ক্রিকেটের জন্য এক তীর্থস্থানের মতো। আরও নির্দিষ্ট করে বললে কিলাত ক্লাব মাঠ। এই মাঠেই ফাইনালে কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের আইসিসি ট্রফি জয়। সেই জয়ের পর জাতীয় পতাকা নিয়ে ল্যাপ অব অনার। প্রবাসী বাংলাদেশিরা তো আগেই মাঠটাকে এক টুকরো বাংলাদেশ বানিয়ে ফেলেছিলেন। আইসিসি ট্রফি নিয়ে বাংলাদেশ দলের এই ছবি এ দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর মধ্যে অবশ্যই থাকবে। ছবিতে পেছনে দাঁড়ানো: সাইফুল ইসলাম, গর্ডন গ্রিনিজ (কোচ), আমিনুল ইসলাম বুলবুল (সহ-অধিনায়ক), জাওয়াদ আহমেদ (ফিজিও), আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদীন নান্নু, আশরাফ হোসেন লিপু (ম্যানেজার), আতহার আলী খান, এনামুল হক মনি, হাসিবুল হোসেন শান্ত ও মোহাম্মদ রফিক। হাঁটু গেড়ে বসা: জাকির হোসেন, খালেদ মাহমুদ সুজন, সানোয়ার হোসেন, খালেদ মাসুদ পাইলট, নাঈমুর রহমান দুর্জয়, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান ও জাভেদ ওমর বেলিম