টেস্ট ক্রিকেটে প্রথম জয়

২৬ ফেব্রুয়ারি ২০২১

টেস্ট ক্রিকেটে প্রথম জয়

জয়ের দিনটি ধরে হিসাব করলে ঠিক চার বছর দুই মাস। ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট অভিষেক আর প্রথম জয় ২০০৫ সালের প্রথম ১০ জানুয়ারি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টটি ছিল বাংলাদেশের ৩৫তম। টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় সেশনের শুরুর দিকে আসা সেই জয়ের ব্যবধান ২২৬ রান। ঘড়িতে তখন সময় ১২টা বেজে ৫৩ মিনিট। এই ছবিটি বাংলাদেশ দলের জয়োৎসবের। দুই টেস্টের সিরিজের পুরো স্কোয়াডের সঙ্গে যেখানে আছেন কোচ ডেভ হোয়াটমোর, ম্যানেজার এম এ লতিফ ও অন্য সব সাপোর্ট স্টাফ। প্রথম টেস্ট জয়ী দলের ১১ জনের নাম মনে হয় আলাদা করে বলা উচিত: হাবিবুল বাশার (অধিনায়ক), জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র।

অধিনায়কত্বের আরেক দিকের সঙ্গে পরিচয়টা মধুরই হয়েছিল হাবিবুলের। ছবি: শামসুল হক টেংকু

৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ছিল, তবে টেস্টের প্রথম দিনই হাবিবুল বাশারের ৯৪ রানের ইনিংসটি ভিত্তি গড়ে দিয়েছিল বাংলাদেশের বড় সংগ্রহের। ছবি: শামসুল হক টেংকু

এই ছবিটা আসলে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের। এনামুল হক জুনিয়রের আরেকটি উইকেট পাওয়ার আনন্দে সঙ্গী মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক টেংকু

বাংলাদেশের স্পিন-টুইন। এনামুল হক জুনিয়র ও মোহাম্মদ রফিক। ছবি: শামসুল হক টেংকু

যে স্বপ্ন নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ, পূরণ হয়েছিল সেই স্বপ্ন।। ছবি: শামসুল হক টেংকু

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শুরুর দিকটায় ব্যাটিংয়ে যেমন ভরসার নাম হয়ে ছিলেন হাবিবুল বাশার, বোলিংয়ে তেমনি মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রথম টেস্ট জয়েও বড় ভূমিকা ছিল এই দুজনের। ছবি: শামসুল হক টেংকু

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের স্কোরবোর্ড বলছে বিজয়ের গল্প। ছবি: শামসুল হক টেংকু

ল্যাপ অব অনার আর নিছক ল্যাপ অব অনার থাকল না। আনন্দে মাতোয়ারা বাংলাদেশের ক্রিকেটারদের অনেকে জিমন্যাস্টও হয়ে গেলেন। ছবি: শামসুল হক টেংকু

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×