বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম
২৬ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের নিশ্চয়তা এনে দিয়েছিল ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়। সেদিন থেকেই অধীর অপেক্ষা। দুই বছর পর, ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপের বিশ্ব মঞ্চে
বাংলাদেশের প্রথম আবির্ভাব। বিশ্বকাপে বাংলাদেশের সেই প্রথম দল নির্বাচন জন্ম দিয়েছিল তুমুল বিতর্কের। এক যুগেরও বেশি জাতীয় দলে অপরিহার্য হয়ে থাকা সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন নির্বাচকেরা। পরে বিকেএসপিতে বিসিবির বিশেষ এক সভায় নির্বাচক কমিটি ভেঙে দিয়ে দলে ফেরানো হয় নান্নুকে। প্রথমে নির্বাচিত দলে থাকা ওপেনার জাহাঙ্গীর আলম ১৬তম খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডে গেলেও তিনি পরিণত হন প্লেয়িং মেম্বারে। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দলের এই অফিসিয়াল ফটো সেশন সে সময়ের বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরীর বাড়ির আঙিনায়। ছবিতে বাঁ থেকে দাঁড়ানো: নাঈমুর রহমান, ফারুক আহমেদ, খালেদ মাসুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, মঞ্জুরুল ইসলাম, সফিউদ্দিন বাবু, হাসিবুল হোসেন, এনামুল হক, শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন। চেয়ারে বসা বাঁ থেকে: মিনহাজুল আবেদীন, খালেদ মাহমুদ, গর্ডন গ্রিনিজ (কোচ), তানভীর মাজহার তান্না (ম্যানেজার), আমিনুল ইসলাম (অধিনায়ক), দেওয়ান শফিউল আরেফিন টুটুল (সমন্বয়ক), আকরাম খান, রবার্ট হান্ট (ফিজিও)।