লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফুটে উঠেছিল ব্রিটেনের বর্ণাঢ্য ইতিহাস। নাচ ছিল, গান ছিল, হয়েছিল রঙের উৎসব, উৎসবকে পরিপূর্ণতা দেওয়ার অপরিহার্য অনুষঙ্গ আতশবাজির ছটায় রঙিন হয়ে উঠেছিল আকাশ। সবার শেষে রানি যখন লন্ডন অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন, বাংলাদেশে তখন উঁকি দিচ্ছে শনিবারের ভোর।