রোনালদোর রেকর্ড ভাঙায় ফেবারিটের নাম হয়তো শোনেনইনি
উৎপলশুভ্রডটকম
৩ সেপ্টেম্বর ২০২১
আলী দাইয়িকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। রোনালদোকেও ছাড়িয়ে যাবেন, এমন সম্ভাবনার অঙ্কে সবচেয়ে এগিয়ে আছেন যিনি, তাঁর নামটা হয়তো আপনি শোনেনইনি।
আলী দাইয়িকে পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল এখন রোনালদোর। প্রশ্ন তাই হতেই পারে, রোনালদোকে পেরোবেন কে?
রেকর্ডটা নিজের করেই রোনালদো থেমে যাচ্ছেন, এমন কোনো সম্ভাবনা নেই। তবুও আন্তর্জাতিক ফুটবলে ৫০-এর বেশি গোল করেছেন, এমন ফুটবলারদের তালিকা ধরে একটা অনুমান তো করা যেতেই পারে।
দেখা যাচ্ছে, ৫০-এর বেশি গোল করেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডফস্কিদের মতো বড় তারকারা যেমন আছেন, আছেন ভারতের সুনীল ছেত্রী কুয়েতের বাদের-আল-মুতাওয়া কিংবা আলী আশফাকের মতো ছোট দেশের বড় তারকারাও। তবে তারা প্রত্যেকেই ৩০-এর ওপারে বলে এদের কেউ রোনালদোকে ধরবেন, এমন অনুমান করলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।
বাস্তবতাকে বিবেচনায় নিলে সম্ভাবনার পাল্লাটা তাই ব্রাজিলের নেইমার, বেলজিয়ামের রোমেলু লুকাকু কিংবা সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখুতের নামেই ভারি। প্রত্যেকের বয়সই ৩০-এর নিচে, প্রতি দুই ম্যাচে অন্তত একটা গোল করে ধারাটাও ঠিক রাখছেন।
দেখা যাচ্ছে, নেইমার আর লুকাকু ম্যাচপ্রতি গোল করছেন যথাক্রমে ০.৬১ ও ০.৬৫টি। তো হিসাবটা এমনই রাখতে পারলে নেইমার রোনালদোর ১১১ গোল টপকাবেন নিজের ১৮২তম ম্যাচে গিয়ে। এখন পর্যন্ত ১১২ ম্যাচ খেলা নেইমারকে তাই খেলতে হবে আরও ৭০ ম্যাচ, আর লুকাকুর ক্ষেত্রে সংখ্যাটা ৭২।
ফর্ম ধরে রাখতে পারবেন কি না, জাতীয় দল তাঁদের এতদিন পর্যন্ত টানবে কি না, এ নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে বাজিটা আলি মাবখুতকে নিয়ে ধরাই ভালো, যাঁর নাম আপনি এই লেখাতেই প্রথম পড়লেও অবাক হওয়ার কিছু নেই।
দেখা যাচ্ছে, আমিরাতের আল জাজিরা ক্লাবেই পুরো ক্যারিয়ার কাটিয়ে দেওয়া মাবখুত ক্লাবের জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৮৫ গোল, অর্থাৎ ম্যাচপ্রতি সংখ্যাটা ০.৬৫। জাতীয় দলের মাবখুত আরও দুর্বার। ম্যাচপ্রতি গোল করেছেন ০.৮৩টি, ৯৩ ম্যাচ শেষে গোল সংখ্যা তাই ৭৬!
রোনালদোর চেয়ে বয়সে বছর ছয়েকের ছোট, নিজেকে ফিট রাখতে পারলে সময়ও পাবেন যথেষ্ট। আলী মাবখুত রেকর্ডটাকে পাখির চোখ করতেই পারেন।
কিন্তু এই ৩৬ বছর বয়সেও রোনালদো খেলছেন ২১ বছরের যুবার মতো, দিনকে দিন যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই… রোনালদো নিজে কত গোলে গিয়ে থামেন, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন!