পাকিস্তান কেন জিতবে
উৎপলশুভ্রডটকম
১২ নভেম্বর ২০২১
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে কেন জিতবে পাকিস্তান? কী কী কারণ আছে জেতার, একটু ভাবুন তো! ভেবে যা পেলেন, তা মিলিয়ে নিন এর সঙ্গে। কিছু মিলবে, কিছু মিলবে না। আর সব মিলে গেলে তো কথাই নেই।
'নিজেদের ঘরে' অজেয়
পাকিস্তান জিতবে, কারণ সংযুক্ত আরব আমিরাতে খেলা টি-টোয়েন্টিতে পাকিস্তান হারে না। নিজেদের ঘরে তারা অজেয়। নিজেদের ঘরের ব্যাখ্যাটা নিশ্চয়ই দিতে হবে না। তারপরও বলার জন্য বলে দিই, কাগজে-কলমে এই বিশ্বকাপের স্বাগতিক ভারত, কিন্তু আসলে তো খেলা হচ্ছে ‘পাকিস্তানের মাঠে’। প্রায় এক যুগ ধরে সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠই তো পাকিস্তান ক্রিকেটের ঘরবাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে যে মাঠে, সেই দুবাইয়েই আজ খেলা।
একটু সংযোজন
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান হারে না, কথাটাতে অবশ্য একটু ভুল আছে। এক সময় হারত বলাই বরং ভালো। এই বিশ্বকাপের আগে মরুর দেশে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩টিতে হেরেছে পাকিস্তান। এই বিশ্বকাপে শুধু ম্যাচ আর জয়ের সংখ্যাই ৫টি বেড়েছে, পরাজয় স্থির হয়ে আছে সেই ১৩-তেই। টানা জয়ের সংখ্যা ১১ থেকে বেড়ে হয়েছে ১৬।
এই ১৬টি জয়ে যেমন স্কটল্যান্ড ও নামিবিয়ার মতো পুঁচকে দল প্রতিপক্ষ ছিল, তেমনি ছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মতো 'বড়' দলও। সব দলের নাম লিখতে হলে আফগানিস্তানও যোগ করতে হয়।
মাঝখানে তিন বছর
বিশ্বকাপের আগে আমিরাতে পাকিস্তানের জয়ের ধারা নিয়ে কথা বলার সময় একটা তথ্য যোগ করে দেওয়াটা ছিল বাধ্যতামূলক। তখন পর্যন্ত টানা ১১ জয়ের সর্বশেষটি তো এসেছে সেই ২০১৮ সালের নভেম্বরে। মাঝখানে কেটে গেছে প্রায় তিন বছর। সেই জয়রথের চাকা তো একটু বসে যেতেই পারে এই সময়ে। সেই শঙ্কাকে পাকিস্তান কিভাবে উড়িয়ে দিয়েছে, তা এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর গল্প।
আনপ্রেডিক্টবল থেকে প্রেডিক্টবল
প্রথম দুই ম্যাচে গ্রুপের আরও দুই ‘বড়’ দল ভারত ও নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর একটা রসিকতা খুব বাজার পেয়েছিল। পাকিস্তান ক্রিকেটের চিরন্তন অনুনমেয় চরিত্রের কথা মনে রেখে অনেকেই বলছিলেন, দলটার নাম পাকিস্তান। ভারত-নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর আফগানিস্তান, স্কটল্যান্ড বা নামিবিয়ার কাছে হেরে বসাটাও যাদের জন্য মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু এই পাকিস্তান যেন ‘আনপ্রেডিক্টবল’ তকমাটা ঝেড়ে ফেলতেই এসেছে এই বিশ্বকাপে। আজকের সেমিফাইনাল যাতে আরেকটি ধাপ।
পালাটা এবার অস্ট্রেলিয়ারই
২০১৬ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। না পারার কারণ তিনটি পরাজয়। কাদের বিপক্ষে? যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দেশ তিনটির নাম আবার একটু দেখুন। কাকতালীয়ভাবে, পাকিস্তান যেন গতবারের সেই তিন পরাজয়েরই প্রতিশোধ নিচ্ছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে নেওয়া হয়ে গেছে, এখন তাহলে অস্ট্রেলিয়ার পালা। ফিকশ্চারটা এভাবে মিলিয়ে দিয়েছে দেখে একটু অবাক তো হতেই হয়।
সব মিলিয়ে কী বুঝলেন, পাকিস্তানই জিতছে, নাকি?