‘দুধের শিশু’দের দিকে তাকিয়ে কোহলিরা

উৎপলশুভ্রডটকম

১ নভেম্বর ২০২১

‘দুধের শিশু’দের দিকে তাকিয়ে কোহলিরা

হতাশার প্রতিচ্ছবি

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে পরাজয়ের ক্ষত শুকাতে না শুকাতেই নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। সেমিফাইনালের আগেই ভারতের বিদায় প্রায় নিশ্চিত করে দেওয়ার পর কী বলছে ভারতের সংবাদ মাধ্যম? সাবেক খেলোয়াড়েরা?

টানা দ্বিতীয় হারের পর ভারত দল এখন বিপর্যস্ত। অধিনায়ক বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের হারের পর নিজেই তাঁর দলের খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর ভারতের সংবাদ মাধ্যমে তো এখন প্রশ্নের পর প্রশ্ন। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হারে এখন শেষ তিন ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে ওঠার নিশ্চয়তা নেই। কোনো একটা ম্যাচ হেরে গেলে তো সবই শেষ। ভারতীয় সংবাদ মাধ্যম অবশ্য সেমিফাইনালের স্বপ্ন বিসর্জনই দিয়ে ফেলেছে। তীব্র সমালোচনায় বিদ্ধ করছে দলকে।

টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে এরকম, ‘আরেকবার বিপর্যস্ত  টিম ইন্ডিয়ার শিরোপা স্বপ্ন আক্ষরিক অর্থেই শেষ।’ এনডিটিভির মূল শিরোনাম, ‘টিম ইন্ডিয়াকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।’ আনন্দবাজার তাদের একটা সাইড স্টোরির হেডিং করেছে, ‘শেষ চারে যেতে গেলে কোহলিদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে।’ এই 'দুধের শিশু' কারা? সুপার টুয়েলভে সবচেয়ে নবীন তিন দল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া।

পাকিস্তানের কাছে এবারের বিশ্বকাপের প্রথম হারকে ‘গো-হারা’ লিখেছিল আনন্দবাজার। এবারও গো-হারা কথাটা ফিরে এসেছে তাদের লেখায়। একটা সংবাদের শিরোনাম, ‘‘এখনও অনেক খেলা বাকি’, গো-হারার পরও ইতিবাচক কথা শোনাচ্ছেন কোহলি।’’  সাবেক ক্রিকেটার অশোক মালহোত্রার কলামের হেডলাইন, ‘বিরাটদের কাপ স্বপ্নে বড় ধাক্কা, এই রকম নেতিবাচক ক্রিকেট কখনও দেখিনি।’

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ’৫৪ ডট বল। আগে ব্যাট করে সর্বনিম্ন রান: দুবাইয়ে ইন্ডিয়ার ফ্লপ শো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক খেলোয়াড়দের টুইট বার্তা নিয়ে একটি লেখা সাজিয়ে সেটির শিরোনাম করা হয়েছে, ‘‘হতাশাজনক, সেমি এখন দূরের স্বপ্ন লাগছে’: নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর টুইটার প্রতিক্রিয়া।’ 


খেলা চলার সময়েই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের একটা টুইট উঠে এসেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে, ‘ভারত ২০১০ এর ক্রিকেট খেলছে। খেলাটা অনেক এগিয়ে গেছে।’ ভারতে আইপিএল হয়। বিশ্বের সেরা তারকারা সেখানে খেলে। কিন্তু ভারতীয়দের বিশ্বের আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই। এটাতেও সমস্যা দেখে এখান থেকে ভারতকে বেরিয়ে আসার আহবানও জানিয়েছেন ভন, ‘ভারতের অন্য দেশগুলোর ব্যাপারে নাক উঁচু মনোভাব বাদ দেওয়া উচিত...অভিজ্ঞতা অর্জনের জন্য বিশ্বের অন্যান্য লিগে খেলার অনুমতি দেওয়া দরকার।’ 

টুইটার ভেসে যাচ্ছে ভারতের হারে সাবেকদের হৃদয়ভাঙা প্রতিক্রিয়ায়। বীরেন্দর শেবাগের টুইট, ‘ভারতের কাছ থেকে খুব হতাশা জুটল। নিউজিল্যান্ড ছিল বিস্ময়কর। ভারতের শরীরী ভাষা ভালো ছিল না। শট সিলেকশন ছিল বাজে। আর তা আগেও যেমনটা হয়েছে। আমাদের পরের ধাপে না যাওয়াটা একরকম নিশ্চিতই করে দিল নিউজিল্যান্ড। এটা ভারতকে যন্ত্রণা দেবে। সময় এসেছে কিছু আত্মানুসন্ধানের।’ 

ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ হৃদয় ভাঙার ইমোজি ব্যবহার করে টুইট করেছেন, ‘এই হারে ভারতের কষ্ট পাওয়া উচিত। তাদের শট নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। নিউজিল্যান্ড খুব ভালো বল করেছে। কিন্তু ভারত ওদের কাজ সহজ করে দিয়েছে। নেট রান রেটেও ভারত পিছিয়ে পড়ল। সেমিফাইনালে জায়গা এখন দূরের স্বপ্ন।’ 

বরাবর ভারতকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের। এমনকি প্রথম ম্যাচে পাকিস্তান যখন ভারতকে হারাল, তখনও পাকিস্তানিদের সীমার মধ্যে থেকে উদযাপন করার পরামর্শ দিয়েছিলেন। এবারের বিশ্বকাপে ফেবারিট ভারতের টানা দ্বিতীয় পরাজয় দেখে শোয়েবের টুইট, ‘ভারতের হতাশাজনক পারফরম্যান্স দেখলাম। আসলে এর চেয়ে শক্তিশালী ও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম।’

আনন্দবাজার যে তিন দলকে 'দুধের শিশু' বলছে, ভারতের মতো নিউজিল্যান্ডেরও বাকি তিন ম্যাচ ওই তিন দলের সঙ্গেই। আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। এই 'দুধের শিশু'দের বিপক্ষে দুই দলই যদি জেতে, তাহলে আর ভারতের কোনো আশা নেই। ভারতকে সব ম্যাচই জিততে হবে, নিউজিল্যান্ডকে হারতে হবে এক বা একাধিক ম্যাচ। সমীকরণটা এমন বলেই ভারতীয় সংবাদ মাধ্যম বাস্তবতাটা মেনে নিয়ে সেমিফাইনালের আগেই ভারতকে বিদায় বলে দিচ্ছে।

প্রথম দুই ম্যাচে ভারতের যে পারফরম্যান্স, তাতে 'দুধের শিশু'দের বিপক্ষেও তারা নিরাপদ কি না, এই প্রশ্নও কিন্তু উঠছে!

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×