অ্যামাজনের ডেলিভারি ম্যান থেকে বাংলাদেশকে হারানোর নায়ক

উৎপলশুভ্রডটকম

১৮ অক্টোবর ২০২১

অ্যামাজনের ডেলিভারি ম্যান থেকে বাংলাদেশকে হারানোর নায়ক

মাসখানেক আগেও স্কটল্যান্ড দলের আশেপাশেও ছিলেন না ক্রিস গ্রিভস। লিস্ট `এ` ম্যাচ খেললেও বেশিরভাগ সময় ব্যস্ততা থাকত অ্যামাজন কোম্পানির হয়ে পণ্য বিতরণের কাজে। সেই গ্রিভসই বিশ্বকাপ অভিষেকেই বাংলাদেশকে হারিয়ে দিয়ে হয়ে গেছেন স্কটিশ রূপকথার নায়ক।

নতুন নতুন তারকা ক্রিকেটার বা নায়কের জন্ম নেওয়ার মঞ্চের নামই বিশ্বকাপ। এবারের বিশ্ব আসরেও জন্ম নেবে নতুন নতুন তারকা, যারা কিনা পারফরম্যান্সে চমকে দেওয়ার পর বিস্ময়ের জন্ম দেবেন তাঁদের ক্রিকেটের পা দেওয়ার গল্প নিয়ে। তবে ক্রিস গ্রিভসের গল্পটা বোধ হয় এর মধ্যেও একটু ব্যতিক্রমী। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে যা জীবনের গল্পও। 

২৮ বলে ৪৫ রান করার পর লেগ স্পিনে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার নায়ক ক্রিস গ্রিভসের গল্পটা সামনে এসেছে জয়ের পর স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারের আবেগতাড়িত কন্ঠে। মাসখানেক আগেও স্কটল্যান্ড দলের আশেপাশেও ছিলেন না গ্রিভস। থাকবেন-ই বা কি করে ? স্কটিশ ক্রিকেটাঙ্গনে খুব একটা পরিচিতই ছিল না গ্রিভসের নাম। লিস্ট 'এ' ম্যাচ খেললেও বেশিরভাগ সময় ব্যস্ততা থাকত অ্যামাজন কোম্পানির হয়ে পণ্য বিতরণের কাজে। এ জন্য স্কটল্যান্ডের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতে হয়েছে তাে। স্কটিশদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি কঠিন এক পথ পাড়ি শেষে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকও তো এই মাসেই।

এর আগে, পেশাদার ক্রিকেটে শুধুমাত্র সাতটি ম্যাচে মাঠে নেমেছিলেন গ্রিভস। বিশ্বকাপের এক মাস ঢুকে গেলেন স্কটল্যান্ড দলে। বিশ্বকাপ আবির্ভাবেই বাজিমাত। এখন পর্যন্ত স্কটিশদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় জয়ে রাখলেন মুখ্য ভূমিকা। ডেলিভারি বয় থেকে বিশ্ব মঞ্চে আলো ছড়ানো গল্পটা লিখেছেন দারুণ এক অলরাউন্ড পারফরম্যান্সে। সেটাও আবার এমন এক দলের বিপক্ষে, যে দলে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিস গ্রিভসের ব্যাটিংই উদ্ধার করেছে স্কটল্যান্ডকে

সাকিব আল হাসানও তো এদিন ম্লান গ্রিভসের কাছে।  যেদিন সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, সেদিনই আবার ব্যাট হাতে ব্যর্থ। অন্যদিকে, গ্রিভস দুদিকেই সমান আলো ছড়িয়ে নায়ক বনে গেছেন। 

৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া স্কটল্যান্ডকে ১৪০ রানের লড়াকু পুঁজিটা গ্রিভসের ১৬০ স্ট্রাইকরেটের ব্যাটিংয়েই সম্ভব হয়েছে। তাসকিনকে আপার কাটে হাঁকানো গ্রিভসের ছক্কাটা মনে আছে ? মাহেদির বলে রিভার্স সুইপে মারা ছয়? ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসেও তছনছ করেছেন বাংলাদেশের ব্যাটিং। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করতে যাওয়া সাকিব-মুশফিকের জুটি ভেঙেছেন। নিয়েছেন এই মহাগুরুত্বপূর্ণ দুটি  উইকেটই। 

স্কটিশদের জয় অনেকের কাছেই চমকে দেওয়ার মতো ঘটনা,তার চেয়েও বেশি বোধ হয় গ্রিভসের পারফরম্যান্স। যদিও স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারের কাছে দুটি ঘটনাই স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে জেতা সম্ভব, এই বিশ্বাস তাঁর আগে থেকেই ছিল। বিশ্বাস ছিল গ্রিভসের ওপরও। যাঁর কাছ থেকে তিনি নিজেও অনুপ্রেরণা পেয়েছেন বলে নির্দ্বিধায় স্বীকার করছেন কোয়েটজার। 

স্কটিশ উৎসবের মধ্যমণি গ্রিভসআর ক্রিস গ্রিভস? তিনি কী বলেন? আবেগতাড়িত হয়ে পড়াটাই স্বাভাবিক, তা-ই হয়েছেন, 'এটা অবিশ্বাস্য যে, আমি এই বিশ্বকাপের অংশ হতে পেরেছি। আজকের দিনটা ছিল পুরোপুরিই আমার।'

স্কটিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় নন গ্রিভস। পেশাদার ক্রিকেটারও নন। বাংলাদেশের বিপক্ষে এই পারফরম্যান্সের পর হয়তো চিত্রটা বদলাবে।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×