’দুই ম্যাচ পর প্র্যাকটিসের জন্য ভালো বল পাই না’

রিফাত বিন জামাল

৩০ নভেম্বর ২০২১

’দুই ম্যাচ পর প্র্যাকটিসের জন্য ভালো বল পাই না’

শুভ্র.আলাপে এনামুল হক জুনিয়র

টেস্ট ক্রিকেটে ভালো করার পূর্বশর্ত শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতাময় ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট। সেই শর্ত কতটুকু পূরণ হচ্ছে বাংলাদেশে? উৎপলশুভ্রডটকমের ইউটিউব শো শুভ্র.আলাপে এনামুল হক জুনিয়র বলেছেন নিজের অভিজ্ঞতার কথা, দিয়েছেন কিছু পরামর্শও।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে হার জুটেছে ঠিকই, তবে বাংলাদেশের প্রাপ্তির খাতায় একেবারে শূন্যতাও বিরাজ করছে না। সাগরিকায় প্রথমে ব্যাটিংয়ে লিটন-মুশফিক ফিরে আসার দারুণ এক গল্প লিখেছেন, পরে বোলিংয়ে তাইজুল-এবাদত। কিন্ত টপ অর্ডারের ভঙ্গুর দশাও যে থেকে গেছে বহাল তবিয়তেই! চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো এর কারণ দেখাতে গিয়ে উল্লেখ করেছিলেন, আমাদের ফার্স্ট ক্লাসের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তর ফারাকের কথা। যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান নিয়ে তো প্রশ্নের শেষ নেই! ‘পিকনিক ক্রিকেট’ বলেও যা নাম পেয়ে গেছে।  

ফার্স্ট ক্লাস ক্রিকেটে দীর্ঘদিন ধরে যাঁর বিচরণ, সেই এনামুল হক জুনিয়র যদিও দাবি করছেন অবস্থা একটু পাল্টেছে বলে, ‘পিকনিক ক্রিকেট থেকে আমরা বের হয়ে এসেছি জাতীয় লিগে। সবাই এখানে রেজাল্টের জন্য খেলছে। টিকে থাকার জন্য এবং ভালো করার জন্য খেলছে। আমি বলব যে, আমাদের মাঠের ক্রিকেটটা ভালো হচ্ছে।’ 

উৎপলশুভ্রডটকমের ইউটিউব শো শুভ্র.আলাপে এনামুল হক জুনিয়র তুলে ধরেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বও, ‘এ পর্যন্ত প্রথম টেস্টে যাঁরাই সফল হয়েছে, তাঁরাই কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে সম্প্রতি এসেছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, দুই দলের মিলিয়েই, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে যাঁরা এসেছে, তাঁরাই কিন্ত সফল। পাকিস্তানের আবিদ আলীও কায়েদ-এ-আজম ট্রফি থেকে এসেছে। আমাদের তাইজুল তিন-চারটা ম্যাচ খেলে এসেছে, মিরাজ-ইবাদতও খেলে এসেছে তিন-চারটা ম্যাচ। এটার আসলে গুরুত্ব অপরিসীম। ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে যে টেস্ট লেভেলে ভালো খেলা যায়, এই ম্যাচ থেকে তা শেখার আছে।’

চট্টগ্রাম টেস্টে তাইজুল ইসলাম ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে একটা সময় জয়ের আশাও দেখিয়েছিলেন। তাইজুল আসলে পুরস্কার পেয়েছেন ধৈর্য্য ধরে টানা ভালো জায়গায় বোলিং করে যাওয়ায়। উৎপল শুভ্রের সঙ্গে আলাপকালে এই মানসিকতাটা ধরে রাখার ব্যাপারে এনামুল বলেছেন, 'এটা আসলে অভ্যাসের ব্যাপার। যত বেশি আপনি ফার্স্ট ক্লাস খেলবেন, ততই ভালো। সাকিবের ব্যাপারটা আলাদা। সাকিব ব্যতিক্রম। বাকি যারা, সবাই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেই পাকাপোক্ত হয়। এই জিনিসটা শিখে আসতে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে।’

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ও কোচ রাসেল ডমিঙ্গোর কথাবার্তায় পরিষ্কারভাবে ফুটে উঠেছে ফার্স্ট ক্লাসের মহিমা। কিন্ত বাংলাদেশে সেই ফার্স্ট ক্লাস ক্রিকেটটাই গুরুত্বের অগ্রাধিকার তালিকায় জায়গা পায় না উপরের দিকে। যে এনামুল বাংলাদেশের জাতীয় লিগ পিকনিক ক্রিকেট থেকে বেরিয়ে এসেছে বলে দাবি করছেন, তিনিই আবার বলছেন, 'আমরা প্রথম দুই ম্যাচের পর ভালো কোনো বল পাই না প্র্যাকটিসের জন্য।' এনামুলের এই একটা কথাতেই ফুটে উঠছে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের পুরো চিত্রটাই। 

ফার্স্ট ক্লাস ক্রিকেটে সুনজর দেওয়ার আর্জিই জানিয়েছেন কিছুদিন আগেই ফার্স্ট ক্লাসে পাঁচ শ উইকেটের মাইলফলক ছোঁয়া বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, 'আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়দায়িত্ব আছে এখানে। লাল বলের ক্রিকেটে আরও গুরুত্ব বাড়ান। আমাদের সুবিধা আরও বাড়ান। এখন বিসিবির দায়দায়িত্ব লাল বলে কিভাবে আরও আকর্ষণ আনা যায়। সেটি হতে পারে আমাদের ম্যাচ ফি, হতে পারে আমাদের প্র্যাকটিস সুবিধা ভালো করে। আমরা প্রথম দুই ম্যাচের পর ভালো কোনো বল পাই না প্র্যাকটিসের জন্য। এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে অনেক।'

এনামুল ফার্স্ট ক্লাস খেলার ইতিবাচক দিক দেখিয়ে দিয়ে বলেছেন, ‘আসলে আপনি যার সাথেই খেলেন, চার দিনের ম্যাচে লাল বলের সাথে যদি আপনার সংযোগ থাকে, অবশ্যই পরবর্তী টেস্ট সিরিজের জন্য ভালো হবে।'

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও একটা অভিযোগ আছে, তাঁরা নাকি ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলতে চান না। এনামুল অবশ্য ব্যতিক্রমও দেখছেন, 'আমাদের লিডার (মুমিনুল হক) কিন্ত খেলতে চায়। যা খুব ইতিবাচক জিনিস। ফাঁকফোকর পেলেই ও চার দিনের ম্যাচ খেলতে চায়। সবাই যদি এরকম ম্যাচ খেলে, জাতীয় দলের ক্রিকেটাররা যদি ম্যাচ খেলে, সেটা আমাদের তরুণ প্রজন্মের জন্যও তা ভালো হবে। তারা দেখবে আমাদের তামিম-মুশফিককে, মুশফিকও কিন্তু খেলতে চায় চারদিনের ম্যাচ।’

লাল বলের ক্রিকেটই তাঁর জীবন। যে কারণে এনামুল আশায় বুক বাঁধেন, ’ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে আমাদের যে অবহেলা, আশা করি, এই সংস্কৃতিটার পরিবর্তন হবে।'

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×