প্রশংসায় ভাসছেন আজাজ প্যাটেল
উৎপলশুভ্রডটকম
৫ ডিসেম্বর ২০২১
আজাজ প্যাটেল যা করেছেন. তা নিয়ে এই দিনে মহাকাব্য লিখলেও কেউ মাইন্ড করবেন না। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয়দের ১০ উইকেটই নিয়েছেন আজাজ। এ-ও সবার জানা, জিম লেকার ও অনীল কুম্বলের পর ইনিংসে ১০ উইকেট নেওয়ার ঘটনা ইতিহাসে এই তৃতীয়বার ঘটল। স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গ্রেটদের প্রশংসায় ভাসছেন আজাজ।
ভাবা যায়, শতাব্দী প্রাচীন টেস্ট ইতিহাসের একটা রেকর্ডে মোটে তিনজন মানুষের নাম। আজ সকালেও যা ছিল দুই। জিম লেকার ৪৩ বছর ছিলেন ওই রেকর্ডে একা। কুম্বলেকে দিয়ে ১৯৯৯ সালে তাও তো একজন থেকে দুজন হলো। তারও প্রায় দুই যুগ পর সেই মহা গৌরবের তালিকায় যোগ দিলেন আজাজ প্যাটেল। তাও বাবা-মায়ের হাত ধরে ২৫ বছর আগে নিউজিল্যান্ডে পাড়ি জমানোরি ২৫ বছর পর জন্মশহরে প্রথম টেস্ট খেলতে নেমে।
তা চলুন আজাজের আগে সবার শেষে যে এই মহা কীর্তিটা গড়েছিলেন সেই কুম্বলের কাছে যাওয়া যাক। টুইটার থেকে জানা যাক তাঁর প্রতিক্রিয়া, ‘পারফেক্ট টেন ক্লাবে আজাজ প্যাটেল তোমাকে স্বাগত। দারুণ বল করেছ। টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে এই অর্জন বিশেষ কিছু।’
Welcome to the club #AjazPatel #Perfect10 Well bowled! A special effort to achieve it on Day1 & 2 of a test match. #INDvzNZ
— Anil Kumble (@anilkumble1074) December 4, 2021
শচীন টেন্ডুলকার মুম্বাইয়ের ছেলে। কে জানে মুম্বাইয়ের আজাজের জন্য তারঁ মনের ভেতরে ভিন্ন কিছু খেলা করে যাচ্ছে কি না। তা যেহেতু বোঝার উপায় নেই, চলুন জানি বরং আজাজের কীর্তিতে শচীনের প্রতিক্রিয়া, ‘অভিনন্দন আজাজ প্যাটেল টেস্ট ক্রিকেটে এক ইনিংসের ১০টা উইকেটই তুলে নেওয়ার জন্য। দেশের বাইরে নিজের দেশে গড়া এই বিরল কীর্তি অবশ্যই সত্যিকারের অর্থে স্পেশাল।’
— Sachin Tendulkar (@sachin_rt) December 4, 2021
হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় বরবার সরগরম। এমন একটা দিনে স্পিনার হয়ে এমন একটা দিনে কি আর তিনি নীরব থাকতে পারেন! কুম্বলের এক সময়ের স্পিন পার্টনার হরভজন টুইটারে খুব উৎসাহ নিয়ে লিখেছেন, ‘আজাজ প্যাটেল, এটা চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ৪৭.৫-১২-১১৯-১০ এক কথায় দুর্দান্ত..আমাকে এখন দাঁড়িয়ে হাততালি দিতে দাও।’
অনেকগুলো হাততালির ইমোও যোগ হয়েছে এরপর।
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 4, 2021
রবি শাস্ত্রী এখন আর ভারত দলের কোচ নন। আজাজের এমন একটা কীর্তির দিনে তাকে তাই কাঠগড়ায় দাঁড় করাবেন না কেউ। কিন্তু আজাজ যা করেছেন তাতে মুগ্ধতার শেষ নেই শাস্ত্রীর। নিজের টুইটারে আজাজের প্রশংসা করে লিখেছেন, ‘ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা এটা। গোটা দলের একটা ইনিংসকে ব্যাগে ভরে ফেলা সত্যি খুব বড় কথা। সত্যি অবিশ্বাস্য। ওয়েলডান ইয়াং ম্যান-আজাজ প্যাটেল।’ এই টুইটে শাস্ত্রী আজাজের উৎসবের দুইটা ছবিও ব্যবহার করেছেন। যা যোগ করেছে বাড়তি মাত্রা
One of the toughest things to do in the game of cricket. To have an entire team in your kitty in an innings is too good to be true. Simply unreal. Well done young man - Ajaz Patel #INDvzNZ #AjazPatel pic.twitter.com/M81eUeSrX4
— Ravi Shastri (@RaviShastriOfc) December 4, 2021
একজন নিউজিল্যান্ডারের এমন বিশ্ব কীর্তিতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা নিউজিল্যান্ডারদেরই। সাবেক হার্ড হিটিং ব্যাটসম্যান ও বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাকক্যালাম আনন্দ প্রকাশ করতে বুঝি অনেক শব্দের প্রয়োজনীয়তা অনুভব করেননি।
Yaaaas! Ajaz!!!!!
— Brendon McCullum (@Bazmccullum) December 4, 2021
আজাজকে আরো বড় বেশি প্রশংসা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডৌল, ‘আমি ব্ল্যাকক্যাপসদের হয়ে আমার ১৫ বছরের ধারাভাষ্য জীবনে অনেক অবিশ্বাস্য কীর্তিই দেখেছি। আজ সবকিছুর শিখরটা দেখলাম। আজাজ প্যাটেল, এটা খুব বিশেষ।’
I have been privileged to see some incredible things from @BLACKCAPS in my 15 years of commentary and today is right up there. @AjazP That was special mate. #class #10fer #cricket #history #mumbai
— Simon Doull (@Sdoull) December 4, 2021
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চও প্রশংসায় পঞ্চমুখ, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর জিনিসটা দেখলাম!! আজাজ প্যাটেল...কী দুর্দমনীয় পারফরম্যান্স।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন টুইটারে লিখেছেন, ‘বিশাল অভিনন্দন। আজাজ প্যাটেল! গর্বিত হওয়ার মতো একটা ঐতিহাসিক মুহূর্ত। ওয়াও, ওয়াও, ওয়াও! লেফ্ট আর্ম স্পিনার্স...।’
That’s the most amazing thing I’ve ever seen!! Ajaz Patel….what a phenomenal performance
— Aaron Finch (@AaronFinch5) December 4, 2021