আট বছরের সুরিয়ার চিঠি এবং বাবর আজমের উত্তর

উৎপলশুভ্রডটকম

১৪ নভেম্বর ২০২১

আট বছরের সুরিয়ার চিঠি এবং বাবর আজমের উত্তর

আট বছরের হারুন সুরিয়া পাকিস্তান দলের খেলায় মুগ্ধ হয়ে একটা চিঠি লিখেছে অধিনায়ক বাবর আজমকে। যাতে পাকিস্তান দলের সব খেলোয়াড়ের অটোগ্রাফ পাঠানোর অনুরোধও ছিল। বাবর আজম সেই চিঠির চমৎকার একটা জবাব তো দিয়েছেনই, চেয়েছেন `ভবিষ্যৎ অধিনায়ক` সুরিয়ার অটোগ্রাফও।

পাকিস্তান এবারের বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও যে খেলাটা খেলেছে, তাতে অনেকেরই মন জয় করে নিয়েছে। এই যে এখন আলোচনায় ছোট্ট একটা মেয়ে, হারুন সুরিয়া, কী হৃদয়গ্রাহী একটা চিঠিই না লিখেছে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে! ছয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান। আর আট বছরের মেয়েটার সবগুলো ম্যাচেই পাকিস্তান ও এই দলের খেলোয়াড়দের জন্য মুগ্ধতার শেষ নেই। পাকিস্তান ক্রিকেট দলকে একটা চিঠি লিখেছে এই সুরিয়া। সেখানে পাকিস্তানের পারফরম্যান্সে মুগ্ধতার দারুণ প্রকাশ।

মেয়েটা খুব বিনয়ের সঙ্গে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে অনুরোধ করেছে, গোটা দলের অটোগ্রাফ নিয়ে তাকে পাঠাতে। চিঠিটা এরকম, ‘প্রিয় পাকিস্তান দল। আমি খুব গর্বিত। বাবর আজম আপনাকে আমি ভালোবাসি। আপনারা সবাই খুব ভালো খেলেছেন...যেমন ভালো ব্যাটিং, তেমন চমৎকার বোলিং। আগের দিনের ম্যাচে আমার এমন গর্ব লাগছিল যে, পাকিস্তান ম্যাচটা জিতেই যাচ্ছে। এরপর মাঝের দিকে আমি নার্ভাস হয়ে গেলাম। শেষের দিকে তো ভয়ই পেয়ে গেলাম। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা ক্যাপ্টেন হবো আর আমি আপনাদের সবাইকে আমার দলে আমন্ত্রণ জানাব। আমরা তখন ফাইনালে যাব।’ এর সঙ্গে ছোট্ট একটা অনুরোধ, ‘প্রিয় বাবর, একটা কাগজে আপনি কি আপনার দলের সবার সই নিয়ে সেটা আমার বাড়িতে পাঠাবেন প্লিজ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল

এমন একটা মন ভালো করে দেওয়া চিঠির জবাব না দিয়ে কি পারা যায়! বাবর আজম তাদের এই খুদে ভক্তকে ‘ভবিষ্যতের অধিনায়ক’ সম্বোধন করে চিঠির জবাব দিয়েছেন খুব সুন্দর ভাষায়। দলের সবার অটোগ্রাফ তো তিনি দিচ্ছেনই, উল্টো সুরিয়াকেও অনুরোধ করেছেন, তার একটা অটোগ্রাফও পাকিস্তান দলকে উপহার দিতে। 

 

বাবর আজম ‍সুরিয়ার চিঠির জবাবে লিখেছেন, ‘প্রিয় মোহাম্মদ হারুন সুরিয়া। সালাম। চ্যাম্পিয়ন, এমন একটা চমৎকার চিঠি আমাদের লেখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমার বিশ্বাস, তোমার মনোযোগ, বিশ্বাস ও কঠোর পরিশ্রম দিয়ে তুমি সবকিছু অর্জন করতে পারবে। তুমি তোমার প্রাপ্য অটোগ্রাফ পেয়ে যাবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অধিনায়ক তোমার অটোগ্রাফ পেতে যে আমার আর তর সইছে না।’ 

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×