স্যার রিচার্ড হ্যাডলির মতো দু`একজন টুর্নামেন্টের `ডার্ক হর্স` বলেছিলেন বটে, তার পরও শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয় অনেকটাই রূপকথা। অর্জুনা রানাতুঙ্গার দল চমকে দিতে শুরু করেছিল বিশ্বকাপের শুরু থেকেই। সেই চমকের শেষ অঙ্কটা মঞ্চস্থ হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে। যে জয়ের একটু পরই শুরু ঝিরিঝিরি বৃষ্টি মনে করিয়ে দিয়েছিল আগের দিনের উপকথার পুষ্পবৃষ্টির কথা।