এ এমনই এক জয়, চোখে দেখেও যা বিশ্বাস হতে চায় না। প্রতিপক্ষ টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, এটা তো শুধুই একটা কারণ। তার চেয়েও বড় কারণ তো খেলাটা নিউজিল্যান্ডে, যেখানে এতদিন পরাজয়ই হয়ে ছিল বাংলাদেশের নিয়তি। মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় তাই বিশ্বাস-অবিশ্বাসের সীমানা অদৃশ্য করে দেয়!