ইতিহাসের বাইরেও অনেক কিছু দেখাল গ্রিস
টেলিভিশনের সামনে উন্মুখ হয়ে বসে থাকা পুরো বিশ্বকে কী দেখাল গ্রিস? দেখাল সবই। পশ্চিমা সভ্যতার আঁতুড়ঘর এই গ্রিস, হাজার বছর আগে এখানেই রাজনীতি, সমাজ, দর্শন, নাট্যকলা, এমনকি বিজ্ঞান নিয়েও মানুষের প্রথম মৌলিক চিন্তাভাবনাগুলোর শুরু। এথেন্স ২০০৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূর্ত হয়ে উঠল সেই তিন হাজার বছরের গৌরবময় ইতিহাস। এলো বর্তমান, এমনকি ভবিষ্যৎও।