'ভিভ রিচার্ডস ছিলেন স্পেশাল, ভেরি স্পেশাল'
৮৬টি টেস্ট খেলেছেন, ২২৪টি ওয়ানডে। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। শর্ট বল পেলেই হুক করার জন্যও। রিচি রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পালাবদলের সবচেয়ে বড় সাক্ষীও। ১৯৮৩ সালে যখন অভিষেক, ক্রিকেট বিশ্ব ক্যারিবিয়ানদের পদানত। ১৯৯৬ সালে যখন খেলা ছাড়লেন, অস্তমিত ক্যারিবিয়ান সাম্রাজ্যের সূর্য। রিচার্ডসনের কষ্টটা আরও বেশি, কারণ তিনিই তখন অধিনায়ক। চট্টগ্রামে এই সাক্ষাৎকার নেওয়ার সময় রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার।