হারানো মুকুট ফিরে পেলেন রাজা
একই মাঠ, একই প্রতিপক্ষ, শুধু মাঝখানে ১০ বছরের ব্যবধান। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগার সেন্ট জনসের রিক্রিয়েশন গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি আবারও হয়ে গেল ব্রায়ান লারার। পার্থক্য বলতে, প্রথমবার ভেঙেছিলেন স্যার গ্যারি সোবার্সের ৩৬ বছরের পুরনো রেকর্ড, আর এবার ছয় মাস আগে ম্যাথু হেইডেনের কাছে হারিয়ে ফেলা মুকুট পুনরুদ্ধার।