ইংল্যান্ডের বিশ্বকাপ-দুঃখ ঘোচালেন দুই দক্ষিণ আফ্রিকান
একটা বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটল। ঘটালেন কারা? দুই দক্ষিণ আফ্রিকান! দুই দক্ষিণ আফ্রিকান সামনে। নেপথ্যে এক জিম্বাবুইয়ান! বিশ্বকাপ-অতৃপ্তি ঘোচার মুহূর্তে উইকেটে পল কলিংউডের সঙ্গী এক আইরিশ। চারটি ফাইনালে শূন্য হাতে ফেরার পর ইংল্যান্ডের প্রথম কোনো বৈশ্বিক শিরোপায় এমনই বহুজাতিক অবদান!