বিশ্বকাপ জিতেই ছাড়ল ইউনুসের পাকিস্তান
কনফেত্তি উড়ল। এর আগে চারপাশ থেকে আগুন আর ধোঁয়া। তাতে কি পাকিস্তান ক্রিকেট দলের প্রতীকী উপস্থাপনাও! পাকিস্তানের ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার ধোঁয়া। পাকিস্তানের ক্রিকেট মানেই তো কেউ যখন কল্পনাও করেনি, তখন আগুনের মতো জ্বলে ওঠা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর হয়ে থাকল সেই চির রহস্যময়-রোমাঞ্চকর পাকিস্তানি ক্রিকেটের আরেকটি গল্প।